ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রমজানের কেনাকাটা করতে রাজবাড়ীর বাজার গুলোতে সাধারন মানুষের ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি বা দুরত্ব মেনে ক্রেতাদের চলাচল করতে দেখা যায়নি। এতে সাধারন মানুষের মাঝে করোনা সংক্রমন ঝুকি দেখা দিয়েছে।
ক্রেতা সাধারন দোকান গুলোতে গাদাগাদি করে রমজানের নিত্যপন্য ক্রয় করতে দেখা গেলেও ছিলনা তাদের মধ্যে সামাজিক দুরত বা স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই। অনেক ক্রেতাদের মধ্যে মাস্ক পরতেও দেখা যায়নি। মঙ্গলবার সকালে রাজবাড়ীর বড় বাজার ও পাংশার বাজার গুলোতে দেখা যায় এমন পরিস্থিতি।
এমনিতে প্রতিদিন রাজবাড়ীতে করোনা সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তার পরও মানুষের মাঝে করোনার কোন ধরনের ভয় বা ভিতি দেখতে পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে দেশের কোন স্থানে করোনার মত কোন কিছু নেই, স্বাভাবিক সময়ের মত মানুষের মাঝে চলাচল করতে দেখা যায় বাজার গুলোতে। শহরের রাস্তায় আগের চাইতে বেড়েছে ছোট ছোট যানবাহনের সংখ্যা। রাস্তা ঘাটে মানুষের পদচারনা ছিল চোখে পরার মত।
ক্রেতা ও বিক্রেতারা বলছেন, রমাজানের কারনে তারা বাজারে কেনাকাটা করতে এসেছেন। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাদের বাজারে আসতে হয়েছে। বিক্রেতারা বলেন, রমাজান মাসের কারনে ক্রেতারা বাজারে এসেছেন। কয়েকদিনের চাইতে আজ বাজারে সবচেয়ে বেশি ক্রেতাদের চাপ দেখা গেছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি বা মাস্ক পরলেও অনেকে মাস্ক না পরে বাজার করতে এসেছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।