Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ

গুলিবিদ্ধি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান গণি মন্ডলের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১ এপ্রিল ২০২১, ১:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  নির্বাচিত জনপ্রিয় সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গণি মন্ডল (৬০) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি দৌলতদিয়া ইউপির ৪নম্বর ওয়ার্ডের টানা চার বারের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণি মন্ডলের ছেলে আলম মন্ডল জানান, বুধবার (৩১ আগষ্ট) এশার নামাজ শেষে দৌলতদিয়া ইউপি চত্বরে পাশের ফকির পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি হাকিম মন্ডলের জানাযায় অংশ নেন। বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ১০০ গজ। জানাযা শেষে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সোবানের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত পৌনে দশটার দিকে ভাগ্নে ইমনকে সাথে করে বাড়ি ফিরছিলেন। প্রতিবেশী মোক্তার মোল্লার বাড়ির কাঁচা রাস্তায় পৌছামাত্র বাঁশ ঝোপের আড়ালে থাকা এক দুর্বৃত্ত দাঁড়ানোর সঙ্কেত দিয়ে গুলি ছুড়ে। তিনি চিৎকার দিলে ও গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা আরেক দুর্বৃত্তের সাথে দ্রুত পালিয়ে যায়। গুলিটি গণি মন্ডলের পেটের বাম পাশে ভিতর প্রবেশ করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও অবস্থার আরো অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাতেই সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অস্ত্রপচার করে  গুলি বের করে। জ্ঞান ফিরে না আসায় তাকে লাইফ সার্পোটে রাখা হয়। ১২ ঘন্টা পর বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১.৩৫ মিনিটের দিকে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।

খবর পেয়ে বুধবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর। তিনি জানান, ঘটনা সর্ম্পকে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। কে বা কারা তাঁকে গুলি করেছে পরিবার থেকে অভিযোগ দেওয়ার পর বিস্তারিত জানা যাবে। অপরাধীদের ধরতে পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। একই সাথে পুরো টিম মাঠে কাজ করছে।

গত ১৯ মার্চ রাতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভা শেষ করে বাড়ি ফেরার পথে দুর্র্বৃত্তরা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান মন্ডলকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবর্তমানে আব্দুল গণি মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আব্দুর রহমানের ওপর হামলার ১২দিন পর প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটলো।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, আব্দুল গণি মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আ.লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। উপজেলা আ.লীগের পক্ষ থেকে তাঁর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবী জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি