স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় আরো ১৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। একই সাথে করোনায় এক জনের মৃত্যু হয়েছে। রাজবাড়ীর ৫ টি উপজেলার মধ্যে শুধু সদর উপজেলাতে ১৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।
গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৬৪ জন। গত ২৪ ও ২৫ ও ২৭ মার্চ তারিখে ৪৫ জনের নমুনা রাজবাড়ী সদর হাসপাতালে এ্যান্টিজেন টেস্টে ও ঢাকা আইসিডিডিঅরবিতে পিসিআর টেষ্টের জন্যে পাঠানো হয়। এর মধ্যে সোমবার রাতে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে নতুন এ ১৩ জনের নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫৫৪ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ৬৫ জন এবং রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ইউনিটে ৬ জন করোনা রোগী ভর্তি রয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় নতুন ১ জন সহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জন। করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪৫২ জন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন জানান, জেলায় নতুন করে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। আগের তুলনায় আক্রান্তের হারও বেড়েছ। অসচেতনতার কারনে আক্রান্তের হার বাড়ছে। ২৪ ঘন্টায় ৪৫ জনের নমুনা ঢাকা ও রাজবাড়ীতে পরিক্ষা করে নতুন ১৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ হাজার ৫৫৪ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৫ জন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।