
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলকে ঘিরে দলীয় কার্যালয়ে শোকাবহ ও আবেগঘন পরিবেশ দেখা যায়।
এ সময় আবেগে কান্নায় ভেঙে পড়েন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তিনি বক্তব্যে বলেন, “আমাদের নেতা খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি এই দেশের গণতন্ত্রের মা। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। আমরা রাজবাড়ীর ছাত্রদল আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি। তাঁকে ছাড়া এই দেশের রাজনীতি, গণতন্ত্র কোনোটাই পূর্ণতা পাবে না।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি ছাত্রদল কর্মী আজ ব্যথিত। নেত্রীকে আমরা আর কষ্টে দেখতে চাই না। তাঁর সুস্থতা আমাদের প্রেরণা।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, শেখ রাসেল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ পাঁচ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।