
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শুক্রবার বেলা এগারোটায় শুরু করে দিনব্যাপী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনয়নের মরডাঙ্গা ফাযিল ডিগ্রি মাদ্রাসায় এ মেডিক্যাল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন সহ বরাট, ছোটভাকলা, খানখানাপুর, দাদশী এবং আলীপুর ইউনিয়নের কয়েক'শ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্পে সার্জারী, গাইনী, মেডিসিন, অর্থোপেডিক, শিশু ও নাক কান গলা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবার সার্বিক ব্যবস্থাপনা ও উদ্বোধন করেন পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান রতন।
চিকিৎসা সেবা প্রদান করেন অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম শামীম, মেডিসিন এনেসথেসিয়ালোজিষ্ট মো. নিয়ামত উল্লাহ গাইনোকলোজিষ্ট উম্মে জোহরা তানি, গাইনোকলোজিষ্ট মৌসুমী ভদ্র, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ সরকার, সার্জারী চিকিৎসক নিশাত তাসনিম, ডেন্ডাটাল সার্জন আরিফ হোসেন।
মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মরডাঙ্গা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রসার অধ্যক্ষ মো. আবুল হাসান মাহমুদ, অত্র প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি শাহীন মিয়াজী, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমূখ। মেডিক্যাল ক্যাম্পের সার্বিক সহযোগীতায় ছিলেন পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোতালেব হোসেন প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।