
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারী) দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস, উপজেলা নির্াচন কর্কর্া দ্দিন প্রমূখ।
প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার আইনগত কাঠামো, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহায়তা প্রদান, অনিয়ম ও সহিংসতা প্রতিরোধ, ফলাফল প্রেরণের পদ্ধতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয়, ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলা রোধে করণীয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।