
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাসিরুল হক সাবুকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য প্রদান করেছে। এতে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাসিরুল হক সাবুকে বহিস্কারের কথা বলা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বহিস্কারাদেশে দেশের অন্যান্য অঞ্চলের মতো ফরিদপুর বিভাগে মোট সাত জনের নাম রয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. হারুন-অর রশীদ। তিনি মনোনয়ন পাওয়ার পর নাসিরুল হক সাবুর বাসায় গিয়ে স্বাক্ষাত করে কুশল বিনিময় করে সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এরপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে হারুন-অর রশীদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতিকে নির্বাচনে অংশ গ্রহণ করছেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাসিরুল হক সাবু। এই অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এদিকে বুধবার দিবাগত গভীররাতে নাসিরুল হক সাবুর বহিস্কারাদেশের খবর প্রচারের পর থেকে সামাজিক মাধ্যমেও নানা মন্তব্য শুরু করছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ বিষয়ে নাসিরুল হক সাবুর মন্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।