
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ১২ ফেব্রুয়ারী ভোট অনুষ্ঠিত হবে, এনিয়ে কোন সন্দেহ নেই। সরকার ভোটের জন্য প্রস্তুত, ইলেকশন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দল প্রস্তুত, ভোটাররা প্রস্তুতও প্রস্তুত। তাহলে ভোট না হওয়ার কি কারণ আছে।
এছাড়া সংস্কার প্রশ্নে 'অবশ্যই হ্যাঁ' ব্যালটে সিল দিবেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একথা বলেন।
তিনি বলেন, এখনো অনেকে কানে কানে ফিস ফিস করে বলে ১২ তারিখে ভোট কি হবে। ভোট না হওয়ার কি আছে। জীবনের প্রথম বারের মতো যারা ভোট দিবেন এমন অনেকে আছেন। আজ যাদের বয়স ৩৮ সেও কিন্তু ভোট দিতে পারেনি গত ২০ বছরে। জীবনে প্রথম বারের মতো ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে। কারন ১৬টি বছর পতিত স্বৈরাচার সরকার সব জায়গায় তার লোক রেখে গেছে। যখন এই কথা শুনবেন তখনই দাঁড়িয়ে যাবেন প্রতিবাদ করবেন। আমাদের দেশের নেতা আমরাই নির্বাচিত করবো।
গণভোট নিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোট হচ্ছে আপনারা মতামত দিবেন আগে যেভাবে চলছে সেভাবেই চলবে, নাকি পরিবর্তিত বাংলাদেশ চান। সরকার আইন করে অনেক কিছু বদলে দিতে পারে, নির্বাচিত সরকার পরে সেটা রাখতে পারে, নাও পারে। কোথায় কোথায় সংস্কার দরকার জনগনকে ক্ষমতায়িত করতে, প্রশাসনকে জনমুখি করতে, বিচার বিভাগকে স্বাধীন করতে, ক্ষমতার ভারসাম্য আনতে, কোথায় সংস্কার দরকার ক্ষমতার অংশ গ্রহণের দৌড়ে পিছনে থাকেন। এই জিনিসগুলো চিহিৃত করতে সরকার কমিশন গঠন করেছে। আপনারা যদি এসব সংস্কার চান তাহলে অবশ্যই সংস্কার প্রশ্নে 'হ্যাঁ' ব্যালটে সিল দিবেন। গোলাপী রঙের ব্যালটে আমরা সিল মারবো।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনারা ৩০০ আসনে সংসদ সদস্য নির্বাচিত করবেন। কেমন সংসদ সদস্য নির্বাচিত করবেন তার ওপর নির্ভর করবে আগামী ৫ বছর দেশ কিভাবে পরিচালিত হবে। আমরা যদি মনে করি ভোটাধিকার শুধুই একটা অধিকার, এটা ঠিক উপলুদ্ভি না। আপনি ক্যামন জনপ্রতিনিধি নির্বাচিত করেন, কতটুকো দায়িত্বশীলতার সাথে করেন, ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থের চিন্তা বাদ দিয়ে জনস্বার্থে জাতীয় স্বার্থের কতটুকো চিন্তা করে সেটার ওপর নির্ভর করবে ক্যামন নেতা নির্বাচিত করবেন। একজন নেতাকে ভোট দিয়ে জয়ী করবেন, ৫-৬ মাস পর বলবেন নেতা ভালো না। আপনাকে প্রথম থেকেই ভেবেচিন্তে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতাবান থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী কিছু করতে গেলে রাষ্ট্রপতি পিছন থেকে টেনে ধরবেন। রাষ্ট্রপতিও এককভাবে কিছু করতে পারবেন না। প্রশাসনে কোন দলীয় থাকতে পারবেন না। তারা প্রজাতন্ত্রের কর্মচারী। বিসিএস পরীক্ষা দিয়ে জনগনের সেবা করবেন। সংসদে শুধু স্পীকার থাকবেন না। ডেপুটি স্পীকার হবেন বিরোধী দল থেকে। মমতাজ এসে শুধু গান বাজাবেন তা হবে না। এখানে বিরোধী দলও থাকবেন। তৈল মর্দনের সুযোগ থাকবে না।
রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে গণভোটের প্রচারণা বিষয়ক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ধরে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উদ্ধুকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা। সভায় মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের প্রশ্ন এবং মতামত তুলে ধরেন। এ সময় তাদের প্রশ্নের উত্তর দেন তিনি।
এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যার জানাজায়, ১২ লাখ মানুষ শরিক হয়, তার অর্থ হলো, এ দেশের মানুষ তাকে কতটা ভালোবাসাতো এবং তার হত্যকাণ্ডকে কতটা ঘৃণার চোখে দেখেছে। সেই জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বিচারের দাবিকে রাষ্ট্রের কাছে রেজিষ্টার করেছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলাতান আক্তার ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার সফর সঙ্গী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং রাজবাড়ীর পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।