
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত রাজবাড়ী-১ আসনের কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে রাজবাড়ী-২ আসনে শরীক দলের জন্য জামায়াত ইসলামের প্রার্থী সহ দুইজন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এই আসনে জামায়াত শরিক দলের এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়েছে।
রাজবাড়ী-১ আসনে ৪ জনই প্রার্থী হিসেবে আছেন। কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এই আসনে বিএনপি মনোনীত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াত ইসলামের এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জাতীয় পার্টির এ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং জাকের পার্টি মোহাম্মদ আলী বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজবাড়ী-২ আসনে ঋন খেলাফির দায়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাতিল হওয়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল আপিল করায় প্রার্থীতা ফিরে পান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাজবাড়ী-২ আসনে শরীক জোটের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার সাংগঠনিক সেক্রেটারী মোহাম্মদ হারুন-অর রশিদ এবং বাংলাদেশ খেলাফত মজলিশ এর প্রার্থী মো. কুতুব উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে ৭ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
বর্তমানে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত হারুন-অর রশীদ, জাতীয় পার্টির (জিএম কাদের) শফিউল আজম খান, স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নাসিরুল হক সাবু, গণ অধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপি'র জামিল হিজাযী, খেলাফত মজলিশের কাজী মিনহাজুর আলম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল প্রতিদ্বন্দ্বীতা করবেন।
রাজবাড়ী জামায়াত ইসলামের আমীর রাজবাড়ী-১ আসনের প্রার্থী এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম জানান, রাজবাড়ী-২ আসনে আমাদের শরিক জোট হিসেবে এনসিপি প্রার্থী সৈয়দ জামিল হিজাযীকে সমর্থন করায় কেন্দ্রের সিদ্ধান্তে আমাদের দলীয় পার্থী মোহাম্মদ হারুন-অর রশিদ এর প্রার্থীতা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।