
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা বিদেশী পিস্তল ও গুলিসহ মো. সাগর শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সে রাজবাড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা রয়েছে। তাকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজবাড়ী সদরে অবিস্থত সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কমান্ডারের নেতৃত্বে বৃহস্পতিবার (৮জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল শহরের কাজীকান্দা এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে স্থানীয় সাগর শেখের বাড়িতে তল্লালি চালিয়ে একটি বিদেশী পিস্তল (মেড ইন ইউএসএ), একটি পিস্তলের ম্যাগাজিন, একটি ফায়ার কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল ও একটি এন্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করাসহ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাতেই আটককৃত সাগরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাগর শেখ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় চারটি মাদক মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।