
মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জমিদার ব্রিজ সংলগ্ন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড এর উদ্যোগে উপজেলার উজানচর, দৌলতদিয়া সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিন শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর জেনারেল ম্যানেজার মো. সেলিম শেখ, ম্যানেজার মো. সুলতান মোল্লা সহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌদি প্রবাসী ও হোসাইন ডিউরেবল পলিমার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন মুঠোফোনে জানান, চেষ্টা করছি প্রকৃত শীতার্তদের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবান মানুষদের এই শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। তিনি আরও জানান, প্রতি বছরই আমাদের সংগঠন থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করি এবং ঈদ সহ বিভিন্ন সময় অসহায়দের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে থাকি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।