
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে মনোনয়ন ফরম জমা পড়েছে ৪টি। সোমবার দুপুর ১২টার পর থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়।
বিকেল ৫টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলাতানা আক্তারের কার্যালয়ের মধ্যে যেসব প্রার্থী প্রবেশ করেন তাদের মনোনয়ন ফরম গ্রহণ করা হয়। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াত ইসলামের আমীর ও কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে মনোনয়ন ফরম জমা পড়েছে ১২টি। এরমধ্যে কয়েকজন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং কয়েকজন পাংশা ও কালুখালী উপজেলা নির্বাহী কমর্কর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গিয়ে জমা দেন।
এর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, জামায়াত ইসলামী প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রাটারী মোহাম্মদ হারুন-অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোজাহিদুল আলম, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির (জিএম কাদের) আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শফিউল আজম খান, গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামিল হিজাযী, খেলাফত মজলিশ এর কাজী মিনহাজুল আলম, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মোহাম্মদ আব্দুল মালেক, খেলাফত মজলিশ এর মোহাম্মদ কুতুব উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. আব্দুল মালেক মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।
তবে বিএনপি থেকে মনোয়নবঞ্চিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. নাসিরুল হক সাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগের দিন রোববার পাংশা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। তাঁর পক্ষে সমর্থিত নেতা ও পরিবারের সদস্যরা জমা দেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।