
হেলাল মাহমুদ ও মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুর এলাকায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মূল্যবান মেহগনি ও সুপারি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে প্রতিবেশী আব্দুর রশিদ শেখ গাছ কেটে নেয়। বাধা দিলে উল্টো তাদের প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে দুর্বৃত্তরা চলে যায়। আব্দুর রশিদের দাবী, তাদের কেনা এবং দখলীয় জমির গাছ কাটছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা স্থানীয় রুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন মিয়া (৭৩) প্রায় ১৯৯৭৫-৭৬ সালের দিকে বাড়ির অদূরে জমি কিনেন। ধুলদী মৌজাধীন এস.এ-৭৭৬, বি.এস (চুড়ান্ত)-৫৫৯ খতিয়ানভূক্ত, এস.এ-৪৫৬ এবং বি.এস-৫৯৫ নং দাগের ৫ শতাংশ জমি পুত্র রিয়াদুল হাসানের নামে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারী হেবা দলিল মূলে মালিকানা ও দখল হস্তান্তর করি। রিয়াদুল হাসান নিজ নামে জমির নামজারিসহ খাজনাদি পরিশোধ করে ভোগদখল করছে।
সম্প্রতি প্রতিবেশী আব্দুল কুদ্দুস শেখের ছেলে আব্দুর রশীদ লোকজন নিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১০টি বড় মেগহনি গাছ এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের ১০-১২টি সুপারি গাছ কেটে নেন। এ ঘটনায় স্কুল শিক্ষক নাসির উদ্দিন মিয়া গত ১৮ নভেম্বর রাজবাড়ী সদর থানা এবং ১৯ নভেম্বর রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেন।
এদিকে শনিবার (১৩ ডিসেম্বর) আব্দুর রশীদ শেখ ও তার লোকজন জোরপূর্বক ওই জমি থেকে আরো কয়েকটি মেহগনি গাছ কেটে নেয়। খবর পেয়ে নাসির উদ্দিনের স্ত্রীসহ পরিবারের লোকজন বাধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা চলে যায়।
শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ মোড় থেকে ধুলদী জয়পুরগামী পাকা রাস্তার পাশে থাকা ওই জমিতে ৬-৭টি মাঝারি আকারের মেহগনি গাছ কেটে রাখা হয়েছে। বড় একটি গাছের গোড়া খুদে ডালপাটা ছেটে রাখা হয়েছে। আরো কয়েকটি বড় গাছ সেখান থেকে সরানো হয়েছে।
এ সময় উপস্থিত প্রতিবেশী শাহজাহান শেখের স্ত্রী, রশিদ শেখের চাচী হাজেরা বেগম বলেন, ৩০-৪০ বছর আগে নাসির উদ্দিন মাষ্টার এই জমি আমাদের কাছে বিক্রি করে এবং দুই-তিন দফা টাকা নেয়। অথচ এতদিনেও জমি লিখে দেয়নি। এখন আমাদের ভাতিজা রশিদ শেখ লোকজন দিয়ে গাছ কেটে নিচ্ছে।
নাসির উদ্দিন মিয়া বলেন, ১৩ নভেম্বর বিকেলে রশিদ লোকজন নিয়ে জোরপূর্বক মেহগনি ও সুপারি গাছ কেটে নেয়। ১৭ নভেম্বরও আরো কয়েকটি মেহগনি ও সুপারি গাছ কেটে ফেলে। থানায় মামলা দিলে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে। আদালতেও মামলা করেছি। আজ আবার তারা গাছ কাটলে খবর পেয়ে স্ত্রী রাবেয়া বেগম এবং ছেলে রাকিবুল ইসলাম বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। আমার বিরুদ্ধে জমি বিক্রি বাবদ টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। মিথ্যা, বানোয়াট কথা বলে রশিদ জোরপূর্বক আমার জমি দখল করতে চাই।
অভিযুক্ত আব্দুর রশীদের দাবী, প্রায় ৩৪ বছর আগে আমার বাবা আব্দুল কুদ্দুস স্থানীয় নাসির মাষ্টারের কাছ থেকে ৭ শতাংশ জমি কিনেন। এরপর থেকে আমরা ভোগ দখলে আছি এবং বিভিন্ন গাছ রোপন করি। কিন্তু এতদিনেও তারা জমি লিখে দেয়নি। বাধ্য হয়ে জমির সমস্ত গাছ কেটে ফেলে বিক্রি করে দিচ্ছি। এই নিয়ে তারা মামলা করেছে। আদালতে জবাব দিচ্ছি, সেখানেই এর সমাধান হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।