Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত ও পরিবারের সম্পদ ক্রো‌কের আ‌দেশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৬৫ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার রাজবাড়ী স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন।

কাজী ইরাদত আলী রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর ছোট ভাই। তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বাসিন্দা। জব্দ করা সম্পদের মধ্যে ব্যাংকে গচ্ছিত ১৩ কোটি ৩২ লাখ ২৮ হাজার ৩০৬ টাকা। এছাড়া স্থাবর সম্পদের পরিমাণ ৫২ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৫৫৭ টাকা।

জানা গেছে, রোববার (৩০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজ রাজবাড়ী সিনিয়র স্পেশাল জজ আদালতে কাজী ইরাদত আলী, তাঁর স্ত্রী রাবেয়া পারভীন, ছেলে জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তনু, পুত্রবধূ আফসানা নওমীন তাকিনা, মেয়ে কাজী সিরাজুম মুনিরা এবং জামাতা নুরুল ইসলামের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তাদের নামে থাকা সম্পদ অন্যত্র স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।

আবেদন সূত্রে জানা গেছে, কাজী ইরাদত আলীর ১০টি ব্যাংকে ১ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকা, তাঁর স্ত্রী রাবেয়া পারভীনের নামে সাতটি ব্যাংকে ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৪৯৪ টাকা, ছেলে রাকিবুল হাসান শান্তনুর নামে ১৩টি ব্যাংকে ৪৫ লাখ ৬৫ হাজার ২১৮ টাকা, পুত্রবধূ আফসানা নওমীন তাকিনার নামে আটটি ব্যাংকে ১১ লাখ ১১ হাজার ১১১ টাকা, মেয়ে কাজী সিরাজুম মুনিরার নামে ১১টি ব্যাংকে ২ কোটি ৩ লাখ ৮১ হাজার ২১২ টাকা, জামাতা নুরুল ইসলামের নামে ১০টি ব্যাংকে ১ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৫৭৫ টাকার সন্ধান পান।

ইরাদত আলী এবং তাঁর স্বার্থ সংশ্লিষ্ট বক্তিদের নামে ১ কোটি ৪৭ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। জব্দ তালিকায় চারটি গাড়ী, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মৌজায় কাজী ইরাদত আলীর মালিকানাধীন গোল্ডেশিয়া জুট মিলের নামে কেনা ১১৫৮ শতাংশ জমি, সদর উপজেলার বিভিন্ন মৌজায় ইরাদত আলীর নিজ নামে কেনা ২ হাজার ৩৭৮ শতাংশ জমি, শহরের ভবানীপুরে ২১ শতাংশ জায়গার উপর নির্মিত কাজী ফিলিং স্টেশন, শহরের শ্রীপুরে ০.৫৮৩০ একর জমিতে নির্মিত রাজবাড়ী ফিলিং স্টেশন, শহরের খলিফা পট্টিতে কাজী ভবন, সদর উপজেলার কল্যাণপুর এলাকায় ০.৭০ একর জমি, ঢাকার গুলশানে ৮২ শতাংশ জমিতে নির্মিত ছয় তলা ভবন ইতাদি। যার সর্বমোট মূল্য ৫২ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৫৫৭ টাকা দেখানো হয়েছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট বিজন কুমার বোস সোমবার বিকেলে বলেন, দুদক ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজ জেলা ও দায়রা জজ আদালতে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ তাঁর পরিবারের সদস্যদের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ এবং ক্রোকের জন্য আবেদন করেন। আয় বর্হিভূত এসব সম্পদ অবরুদ্ধ না করলে অন্যত্র স্থানান্তর হতে পারে বলে মামলার অনুসন্ধানে বেরিয়ে আসে। তপশিল বর্ণিত ৬৫ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের জন্য আবেদন করেন। আদালতে বিষয়টি উপস্থাপন করলে আদালত ক্রোকের আদেশ দেন।

রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ালন্দ

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ী ব্যবসায়ী নেতার বাড়িতে হামলা, নারী-পুরুষসহ আহত-১০, স্বার্ণ ও অর্থ লুট

রাজবাড়ীতে ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ীতে এনসিপির জেলা সমন্বয় কমিটি গঠন

রাজবাড়ীতে ছদ্মবেশ ধারণ করে পুলিশের হাতে তিন জুয়াড়ি গ্রেপ্তার

রাজবাড়ী জেলার কৃতি সন্তান ওয়ালিদ হোসেন ডিআইজি পদে পদোন্নতি লাভ

মাটির ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল চালক, ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

গোয়ালন্দে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

রাজবাড়ী জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

রাজবাড়ীতে প্যারোলে মুক্তিতে কোমড়ে দড়ি নিয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা