
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একটি চোরাই ষাঁড় বাছুর গরু ও হলুদ রঙের পিকআপ গাড়িসহ চোরে চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ভোলাই মাতুব্বর পাড়া থেকে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিক ওরফে তাজুল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক ওরফে সুজাদ প্রমানিক (৩৮) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দ কালনা মণ্ডল পাড়া গ্রামের আব্দুল জব্বার মণ্ডলের ছেলে আতোয়ার হোসেন ওরফে গাজী মণ্ডল (৪৩)।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে থানা পুলিশ উপজেলার উজানচর ইউপির ভোলাই মাতুব্বর পাড়ায় অভিযান চালায়। এ সময় কবির সর্দার মার্কেটের ভিতর সজিব মণ্ডলের বাড়ির পাশে ফাঁকা জায়গা থেকে পুলিশ সাদা রঙের ষাঁড় বাছুর গরু ও হলুদ রঙের মিনি পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-৬৫৩৪) সহ উল্লেখিত দুইজনকে হাতেনাতে আটক করে। তাদেরকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।