
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়া প্রায় ২৫ কেজি ওজনের একটি মহাবিপন্ন বাগাড় প্রায় ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট বাজারে প্রকাশ্য নিলামে বাগাড়টি বিক্রি হয়। স্থানীয় এক ব্যবসায়ী প্রথমে ৪০ হাজার টাকায় কিনে বাগাড়টি ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীরা জানান, শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে পদ্মা ও যুমনা নদীর মোহনায় স্থানীয়দের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ এবং মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা মাছ শিকারে নামেন। রাজবাড়ী জেলার সীমান্তবর্তী পাবনার ঢালারচর এলাকায় স্থানীয় জেলে শাজাহান শেখ এবং আক্কাছ শেখ যৌথভাবে জাল ফেলেন। জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর জালে বড় ধরনের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তুলেই দেখতে পান বড় এক বাগাড়। সূর্য্য ওঠার পরপরই জেলেরা বাগারটি বিক্রি করতে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। এ সময় দেলোয়ার সরদারের আড়তে বাগাড়টি তোলার পর ওজন নিয়ে দেখেন প্রায় ২৫ কেজি হয়েছে। বিক্রির জন্য নিলামে তোলা হলে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনেন।
ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি দেলোয়ার সরদারের আড়ত থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ কেজির বাগাড়টি প্রায় ৪০ হাজার টাকায় কিনেন। এ সময় দৌলতদিয়া ঘাটে মাছ কিনতে আসা ফরিদপুরের আফজাল ম-লের হাট এলাকার বাসিন্দা কালাম ম-ল বাগাড়টি কেজি প্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪২ হাজার ৫০০ টাকায় কিনেন।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার, ধরা এবং বিক্রি আইনত দ-নীয় অপরাধ। আইনকে উপেক্ষা করে রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাগাড় শিকার এবং নিলামে বিক্রি অব্যাহত রয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ঘাট বাজারে প্রতিদিন নদীর বিভিন্ন মাছের সঙ্গে মহাবিপন্ন প্রাণী বাগাড় বিক্রি হচ্ছে। অথচ বাজার থেকে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র ১০০ গজের মতো।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাগাড় শিকার নিষিদ্ধ। কিন্তু মৎস্য সংরক্ষণ আইনে বাগাড় নিষিদ্ধের কথা বলা নেই। অন্য দপ্তরের আইন সম্পর্কে আমাদের মৎস্য বিভাগের করনীয় কিছুই নেই।জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টি করা যায় কি না, এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘এটা বন্য প্রাণী সংরক্ষণ আইনের বিষয়। মৎস্য অধিদপ্তরের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই।’
সম্প্রতি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, বাগাড় শিকার ও বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। মাইকিং করে জেলে এবং ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।