
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শিশুটির পরিবার সদর থানায় মামলা করে। পুলিশ ধর্ষন মামলায় আইনের সহিত সংঘাতে জড়িত ১৩ বছর বয়সী অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করে। আদালতের নির্দেশে কিশোরকে শুক্রবার রাতেই গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয়।
পুলিশ ও থানায় অভিযোগ থেকে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) বেলা দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের ৬ বছর বয়সী শিশুটি অভিযুক্ত কিশোরের বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত ১৩ বছর বয়সী কিশোর তাদের বাড়ির টিনের ছাপড়া ঘরে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনাটি কাউকে না বলতে শিশুটিকে ভয় দেখানো হলেও সে কান্না করতে করতে বাড়ি ফিরে। এ সময় তার শরীর দিয়ে রক্ত ঝড়তে থাকলে মাসহ পরিবারের কাছে জানায়।
রক্তাত্ব অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি জানাজানি হলে উভয় পরিবারের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরদিন বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। পরবর্তীতে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পরদিন শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, ধর্ষনের শিকার শিশুটি অসুস্থ্য অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে মামলা দায়েরের পরপরই পুলিশ ধর্ষন মামলায় আইনের সহিত সংঘাতে জড়িত কিশোরকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার দুপুরের দিকে রাজবাড়ী আদালতে অভিযুক্ত কিশোরকে প্রেরণ করা হয়। যেহেতু অভিযুক্ত কিশোর, তাই আদালত কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। নির্দেশ মতে শুক্রবার রাত ১১টার দিকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।