স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ন্যায্যমূল্যে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন এসব পন্য ক্রয় করতে ভিড় করছেন সাধারন ক্রেতারা। বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে টিসিবির ভ্রাম্যমান ট্রাক সেলের কাছে ক্রেতারা তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করতে আসছেন।
রাজবাড়ীর পাংশার খাদ্য গুদামের সামনের সড়কে মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে স্বল্প মূল্যে তেল, চিনি ও ডাল ক্রয় করতে ভিড় দেখা গেছে। প্রতিদিন একটি ট্রাক থেকে ২০০ জন ক্রেতা মালামাল ক্রয় করতে পারছেন। প্রত্যেককে ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবে। প্রতি লিটার তেল ৯০ টাকা, চিনি ৫০ টাকা ও মসুর ডাল ৫৫ টাকায় একজন ক্রেতা ৩৯০ টাকায় ৩ ধরনের পন্য কয় করতে পারবে টিসিবির ট্রাকসেল থেকে।
ক্রেতারা বলেন, তারা স্বল্পমূল্যে এসব পন্য ক্রয় করতে পেরে অনেক খুশি। বাজারে দ্রব্য মূল্যের চড়া দামের কারনে তারা অতিষ্ঠ, তাই একটু কমে এসব পন্য কয় করতে পেরে তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
কর্তৃপক্ষ জানায়, জনসাধারনের সুবিধার্থে রমজানের আগে জেলার পাঁচ উপজেলাতে টিসিবির খেজুর, ছোলা, তেল চিনি ও ডাল সহ অন্যান্য পন্য বিক্রিয় করা হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।