ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাজবাড়ীতে সহস্রাধিক মানুষের মাঝে রাজবাড়ী জেলা পুলিশের উদ্দ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বড়পুল এলাকায় যানবাহনের যাত্রী, চালক, পথচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় জনগণকে সচেতনতাও সৃষ্টি করে পুলিশ।
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর উপ-পরিচালক শরিফুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।