ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে মহা পুলিশ পরিদর্শকের (আইজিপি) নির্দেশক্রমে রোববার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। একই সাথে করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রোববার বেলা ১১টায় দৌলতদিয়া লঞ্চ ঘাট, ঘাটের প্রবেশ পথ সহ তিনটি স্পটে ঘাট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান এবং মাস্ক প্রদান করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ-উজ জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর দৌলতদিয়া ঘাট পরিদর্শক (ট্রাফিক) আফতাব উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার, দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) মো. জাকির হোসেন, আরিচা লঞ্চ মালিক সমিতির ঘাট তত্বাবধায়ক নুরুল আনোয়ার মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।