বিপ্লব বিশ্বাসঃ রাজবাড়ী জেলাধীন সদর উপজেলার সোনাকান্দর গ্রামের শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিকসহ সার্বিক সকল বিষয়ে এগিয়ে নিতে এবং সকল প্রকার কুসংস্কার, কুশিক্ষার অবসান ঘটিয়ে সোনাকান্দরকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় জেলা শহরের স্বনামধন্য বিদ্যালয়ে পড়ুয়া কিশোরদের দ্বারা গঠিত এবং পরিচালিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে গত ৩১/১২/২০২০ ৷ ২০২০ সালের অন্তিম প্রহরের এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলয় জনাব এ. এফ. এম. শাহজাহান, স্থানীয় আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহঃ প্রধান শিক্ষক জনাব ফারহানা জাহান মিনিসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ৷ যাদের উপস্থিতি এবং উৎসাহ অনুষ্ঠানসহ সার্বিকভাবে সংগঠনটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয় ৷ বক্তাবৃন্দ অনুষ্ঠানসহ সর্বোপোরি সংগঠনটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেন ৷ পরিশেষে কেক কেটে এবং মিষ্টিমুখ করার মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় ৷ বর্তমানে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।