ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং গুলি বর্ষণের ঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে। বুধবার রাতে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ৫ আগষ্ট সকালের দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহলাদীপুর এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছিল। এতে শতাধিক শিক্ষার্থী সহ স্থানীয় অনেক অভিভাবক, শিক্ষক এবং সাধারণ জনগণও অংশ গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীরা অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ও গুলি বর্ষণ করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ অনেকে গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত হন। পরে তাদেরকে নানা স্থানে অনেকটা চুপিসারে চিকিৎসা প্রদান করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনার প্রায় এক মাস পর ২ সেপ্টেম্বর সদর উপজেলার খানখানাপুর বেপারী পাড়ার তারেক খান এর ছেলে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী মো. জিসান খান বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এতে ১৪ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামী করা হয়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে আব্দুল মান্নান মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াকে বুধবার রাত ৭টার দিকে বসন্তপুর রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানোর সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।