নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আলোচিত ঢাকার সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম ওরফে রিপন মণ্ডল হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৩৮) ভারতের মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্রাঞ্চের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা থেকে গ্রেপ্তার করে। নিহত রিপনের পরিবার ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লা পাড়ার হোচেন পত্তনদারের ছেলে। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক হত্যাসহ অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। আদালত মৃত্যুদণ্ড দিলে সাজা এড়াতে তিনি ভারতে পালিয়ে যান। ২০২৩ সালের ১৪ আগষ্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজবাড়ীর একটি আদালত। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে তিনি ভারতে পলাতক রয়েছেন। সেখানে তিনি মিথ্যা ভারতীয় পরিচয় তৈরি করতে জাল কাগজপত্র তৈরি করছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পাসবুক, আধার আপডেটের স্বীকৃতিপত্র এবং বালা ভাষায় লেখা আদালতের গ্রেপ্তারি পরোয়ানার একটি ফটোকপি জব্দ করা হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন ম-লের ছেলে সাইফুল ইসলাম ওরফে রিপনকে কৌশলে দৌলতদিয়া এনে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। এ সময় রিপনের সঙ্গে থাকা বন্ধু ফরিদ শেখও গুলিবিদ্ধ হন। একদিন পর ৮ সেপ্টেম্বর রিপনের মামা খলিল ম-ল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় জামালকে প্রধান অভিযুক্ত করে পাঁচ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার অনেক পর পুলিশের হাতে অস্ত্রসহ জামাল গ্রেপ্তার হন। পরে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে ভারতে পালিয়ে যান।
২০২৩ সালের ৬ আগষ্ট বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলায় রায় প্রদান করেন। প্রধান আসামি জামালকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। মামলার অপর ১২ আসামিকে খালাস দেন আদালত। রায় ঘোষণকালে জামাল আদালতে অনুপস্থিত ছিলেন। যদিও রায়ে অসন্তোষ প্রকাশ করেন নিহত সাইফুল ইসলাম রিপনের বাবা মোহন মন্ডল।
সাইফুল ইসলাম রিপনের বাবা মোহন মণ্ডল ভারতের মুম্বাই পুলিশের হাতে জামাল পত্তনদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করি। আমরাও ভারতে যোগাযোগ করে জামাল পত্তনদারের মৃত্যুদণ্ডের রায়ের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব বলেন, জামালকে ভারতে গ্রেপ্তারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি। ভারত থেকে আনুষ্ঠানিকভাবে না জানালেও জামাল মৃত্যুদ-প্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি কিনা ফোনে তথ্য চেয়ে নিয়েছেন। জামালের বিরুদ্ধে থানায় দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।