নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় যুবদলের বহিস্কৃত নেতা রায়হান খাকে (৩২) পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁকে রোববার বিকেলে পুলিশ আদালতে সোপর্দ করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আব্দুল আজিজ খার ছেলে।
রায়হান খান বসন্তপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে বসন্তপুর ইউপির মহারাজপুর গ্রামের মিলন সরদার বাদী হয়ে গত শনিবার (১২ জুলাই) বিকেলে রাজবাড়ী সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
মিলন সরদার জানান, রায়হান এলাকার একজন অস্ত্রধারী সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের মূল হোতা। তাঁর নিজস্ব কিছু লোকজন নিয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে বেড়ায়। ক্ষমতার দাপট দেখাতে বেশ কিছুদিন ধরে সে আমার কাছে এক লাখ ২০ হাজার টাকা চাঁদাদাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে হত্যার হুমকিও দেয়। ৮ জুলাই বিকেলে উদয়পুর বাজারে রায়হান তার সহযোগী শরিফ, সাব্বির সহ অজ্ঞাতনামা ৫-৬জন নিয়ে আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে টানা হেচড়া করে স্থানীয় জিল্লু সরদারের মোটরসাইকেলের দোকানে নিয়ে যায়। সেখানে রায়হান আমার কাছ আবারও এক লাখ ২০ হাজার টাকা চাঁদাদাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আবার বেধরক মারপিট করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে আমাকে বাঁচানোর চেষ্টা করলে পরিবারের লোকজনের সামনে আবারও টানা হেঁচরা করতে করতে বসন্তপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে যায়। সেখানে তৃতীয় দফা আমাকে মারধর করলে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে এগিয়ে আসায় প্রাণে রক্ষা পাই। পরে সকলের সহযোগিতায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। এর পর থেকে তারা বিভিন্ন সময় আমার এলাকায় অস্ত্রের মহড়া দেয় আর সুযোগ পাইলে আমাকে আবারও মারপিট করবে বলে হুশিয়ারি করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মিলন সরদারের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় রায়হানকে গ্রেপ্তার করে রোববার বিকেলেই আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। রায়হানের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় চুরি, ডাকাতি, বিষ্ফোরক আইন, মারামারি, হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। আদালতে রিমা-ের জন্য আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
উল্লেখ্য, রায়হান খাসহ ৪-৫জনের বিরুদ্ধে বসন্তপুর ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে বেঁধে নির্যাতনের অভিযোগে ২০২৪ সালের ১২ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা করেন নির্যাতনের শিকার এক নারী ইউপি সদস্য। ওইদিনই রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন স¤্রাট ও সদস্য সচিব মামুনুল রনি স্বাক্ষরিত যুবদলের প্যাডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে দলের সকল পদ থেকে রায়হানকে বহিস্কার করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।