মীর সৌরভ, রাজবাড়ীঃ রাজবাড়ী সরকারি কলেজের সদ্য পদায়নকৃত উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান এর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করেছে রাজবাড়ী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতা। সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক রবিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মুখপাত্র রাজিব মোল্লা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলতাফ হোসেন সাগর, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম তুহিন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সংগঠক হাসান, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজন মন্ডল, জামিল সরদার, সহসভাপতি নিশান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ২ জুলাই রাজবাড়ী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে মোঃ হাবিবুর রহমানকে পদায়ন করা হয়। তিনি ২০১০ সালের ৫ মে থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত দীর্ঘ প্রায় ১৪ বছর সরকারি কলেজে কর্মরত ছিলেন। এই কর্মকালীন সময়ে তিনি নিজেকে আওয়ামী লীগের একজন বড় সমর্থক হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন।
এছাড়া হাবিবুর রহমান ২০১৪ সালের ১৪ জুলাই পর্যন্ত কলেজে থাকা অবস্থায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করেছেন। বিভিন্ন জাতীয় দিবসের বক্তৃতায় তিনি আওয়ামীলীগ ব্যতীত অন্য রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে অশালীন ভাষায় গালমন্দ করেছেন। কলেজের বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাসের দীর্ঘদিন দায়িত্বে থাকা অবস্থায় ছাত্রলীগ নেত্রী ও সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে সিট বরাদ্দ দিতেন। এখন পর্যন্ত তার ফেসবুক আইডি-তে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন গুণবাচক ছবি সংবলিত লেখা রয়েছে।
রাজবাড়ী ছাত্রলীগ নেতাদের সাথে তাঁর এখনো নিবিড় যোগাযোগ রয়েছে। উপাধ্যাক্ষ পদে পদায়ন হবার পর ছাত্রলীগ জেলা শাখার সভাপতি ও কলেজ শাখা সভাপতি ফেসবুকে তাঁকে অভিনন্দন দিয়েছেন এবং তাঁরা উচ্ছ্বাসিত। এর ফলে রাজবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামী ১৬ জুলাই "জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস" এ প্রশাসনিক পদ বলে কলেজ স্টেজে বক্তৃতা দিবেন যা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না। তাই অনতিবিলম্ব উপাধ্যক্ষ পদে হাবিবুর রহমানের পদায়ন বাতিল করতে হবে।
মানববন্ধন শেষে ছাত্রজনতারা উপাধ্যক্ষ পদে হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবিতে নবাগত অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিমের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে সদ্য যোগদানকৃত কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম বলেন, ছাত্রদের দেয়া স্মারকলিপি পেয়েছি। বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।