নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে “শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিতে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মিলনায়তনে মতবিনিমিয় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মাসুদ পারভেজ ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সালমা সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন্নাহার ছিদ্দিকা জলির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মাধ্যমিক শিক্ষা কর্র্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ ও প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান এর স্ত্রী বিলকিস আক্তার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নজির হোসেন মোল্লা, শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামানের কাছে গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন নিজ প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি উপস্থিত শিক্ষকদেরকেও নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজরদারির কথা তুলে ধরে শিক্ষার্থীদের প্রতি আরো যতœশীল হওয়ার আহ্বান জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।