নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় নাঈম মোল্লা (২৩) নামের এক বেকার যুবক গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নাঈম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের কামরুল হাসানের ছেলে। মঙ্গলবার দিবাগত গভীররাতে গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় কয়েকজন ও পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীররাতে নাঈম নিজ ঘরের বারান্দার আড়ার সঙ্গে স্ত্রীর ব্যবহৃত ওড়না গলায় প্যাঁচিয়ে ফাঁসি নেন। কিছুক্ষণ পর তার স্ত্রী মুক্তা খাতুন স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। তাঁর চিৎকারে নাঈমের মা ও বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত গলায় প্যাঁচানো ওড়না কেটে নিচে নামিয়ে ফেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, নাঈম অনেকটা বেকার জীবন যাপন করছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে ধার দেনায় জর্জরিত ছিলেন। দেনার টাকার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন বলে অনেকে ধারণা করছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে মঙ্গলবার গভীররাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাশের সুরতহাল তৈরী করে। পরে ময়না তদন্তের জন্য আজ বুধবার সকালে লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।