মীর সৌরভ, রাজবাড়ীঃ বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখা ও জেলা রোভার এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখা ও জেলা রোভারের আয়োজনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে কাউন্সিলে রাজবাড়ী জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন উপজেলার স্কাউটস ও রোভারের টিম লিডাররা উপস্থিত ছিলেন।
কাউন্সিলে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক, সহ-সভাপতি জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, সহ-সভাপতি (কাব শাখা) সদর উপজেলার আন্ধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান, সহ সভাপতি (স্কাউটস শাখা) বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন সিদ্দিক, সহ-সভাপতি (মুক্ত দল) আবু হেনা মুক্ত, স্কাউটস দলের গ্রুপ সভাপতি সামসুন্নাহার চৌধুরী।
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম কমিশনার, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। সম্পাদক পদে (স্কাউট শাখা) নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সদরের অঙ্কুর স্কুল এন্ড কলেজের মোঃ নাজমুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ফেইথ ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক গোলাম রাব্বানী, লিডার ট্রেইনার প্রতিনিধি (স্কাউট শাখা) বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডু, সহকারী সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি হয়েছে হয়েছে (স্কাউট শাখা) সাহাজ উদ্দিন মন্ডল ইন্টাঃ স্কুলের সহকারী শিক্ষক মোঃ মোতালেব হোসেন খান। অডিটর হয়েছেন জেলা সমবায় কর্মকর্তা রাজবাড়ী।
অপরদিকে জেলা রোভার বার্ষিক কাউন্সিলে পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক রাজবাড়ী, সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন (সরকারি শিক্ষা প্রতিষ্ঠান) রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম একরামুল করিম, সহ-সভাপতি (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান) মোঃ কামাল হোসেন খান, আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মনির, কমিশনার পদের সুপারিশকৃত হয়েছেন রাজবাড়ী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি মোঃ আব্দুর রশিদ মিয়া, কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন পাংশা সরকারি কলেজের আরএসএল মোঃ বেলায়েত হোসেন, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আর এস এল মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, গ্রুপ কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোজাফফর হোসাইন, রোভার স্কাউট লিডার প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ আলতাফ হোসেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।