নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র আসিফ মোস্তাহিমের (১৪) লাশ প্রায় ২৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ রোববার বিকেল চারটার দিকে গোদার বাজার ঘাটের বিপরিতে নদী থেকে উদ্ধার করে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে বিরতি দেয়।
ডুবুরি দলের টিম লিডার মো. নিছার আলী বলেন, দুইজন ডুবুরিসহ ছয় সদস্যের একটি দল শনিবার দুপুর দুইটা থেকে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানে কাজ শুরু করেন। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে হদিস না পাওয়ায় অভিযান কার্যক্রম স্থগিত করেন। পরদিন রোববার দুপুর পৌনে বারোটা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন। দুপুরে সাময়িক বিরতি দিয়ে বেলা তিনটা থেকে পুনরায় কার্যক্রম শুরু করেন। বিকেল চারটার আগ মুহুর্তে গোদার বাজার ঘাটের বিপরিত পাশে পদ্মার চর এলাকায় নদীতে ডুবুরি সদস্য শাহিন আলীর হাতে বেধে ওঠে আসিফের মরদেহ। লাশ উদ্ধারের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে পদ্মার কিনারে চোর বালিতে আটকে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আসিফের বন্ধুদের মধ্যে দুই বন্ধুও চোরাবালিতে আটকে যায়। তারা অনেক কষ্টে উঠে সাতঁরে নদীর তীরে আসলেও আসিফ চোরা বালুতে আটকে যায়। শারীরিক গঠনে পাতলা হওয়ায় বালুতে আটকে যাওয়ার পর উঠতে পারেনি।
স্কুল ছাত্র আসিফ মোস্তাহিম রাজবাড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ড ধুঞ্চি গোদার বাজার এলাকার আবুল কালাম আজাদের ছেলে। পরিবারের তিন ছেলে-মেয়ের মধ্যে আসিফ একমাত্র ছেলে এবং সবার ছোট। শহরের ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো। শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে চরে খেলাধুলা শেষে পদ্মা নদী সাঁতরে পাড়ি দেওয়ার সময় নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, নিখোঁজ আসিফ, রাকিবুল, রাফি ও সানিসহ চার বন্ধু শনিবার দুপুরের দিকে গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মার চরে খেলাধুলা করতে যায়। দুপুর ১২টার দিকে খেলা শেষে নদী সাঁতরে আসতে থাকেন। পাড়ে উঠে পিছন থেকে দেখতে পায় আসিফ নেই। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় পরিবারকে জানায়। পরে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধান করতে থাকে।
আসিফের বাবা আবুল কালাম আজাদ বলেন, দুই মেয়ে ও এক ছেলের মধ্যে আসিফ মোস্তাহিম সবার ছোট। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুর ১টার দিকে সাথে থাকা বন্ধুরা বাড়ি এসে খবর দেয় আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে সবাই খোঁজ করতে থাকি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফরিদপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, বন্ধুদের সঙ্গে গোদার বাজার ঘাটের কাছে পদ্মা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র আসিফের মরদেহ বিকেল চারটার দিকে উদ্ধার করেছে ডুবুরি দল। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।