মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাব থেকে গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তাসনুভা মারিয়া, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিঞা, পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোছাঃ সালমা আক্তার, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, পদ্মার মোড়ে মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা, কৃষিক্ষেত থেকে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন, অবৈধ ড্রেজিং দিয়ে বালু উত্তোলন, নদী ভাঙ্গন, মাদক সহ উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার তার বক্তব্যে বলেন, আমরা সব সময় ভালো কাজ করতে চাই। অনেক সময় বিচ্ছিন্ন দুই একটা ঘটনা থাকতে পারে এজন্য উপজেলা নির্বাহী অফিসার, ওসি, এসিল্যান্ড আছে তারা এগুলো সমাধান করেন। এছাড়া সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা চেষ্টা করবো রাজবাড়ী জেলাকে এগিয়ে নিতে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কাজের নানান ক্ষেত্র রয়েছে। সরকারের উন্নয়ন ও সেবার কাজগুলো সমন্বয় সাধন করা এবং এগুলো আবার সরকারের উচ্চমহলে অবহিত করা। আমরা সকলস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
সভা শেষে তিনি গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস পরিদর্শন, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস, দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।