নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রোববার (২ ফেব্রুয়ারী) বিকেলে বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে ঘটনাটি ঘটে। ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ তারা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রচারপত্র (লিফলেট) বিলি করার প্রস্তুতি নিচ্ছিলেন।
মারধরের শিকার ওই ছাত্রলীগ নেতার নাম সজিব মণ্ডল (২২)। তিনি নিষিদ্ধ ঘোষিত বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ হাসান আশিক বলেন, রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা জানতে পারেন বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘটিত হয়ে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় লোকজন ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে একটি বাড়িতে পালানোর সময় হাতেনাতে ছাত্রলীগ নেতা সজিব মণ্ডলকে আটক করা হয়। পরে তাকে ধরে বালিয়াকান্দি থানা পুলিশে সোপর্দ করা হয়। তাকে ধরার সময় স্থানীয় উত্তেজিত জনতা কয়েকটি চর থাপ্পড় মেরে থাকতে পারে। দলীয় কেউ তাকে মারধর করেনি।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, আমরা ছাত্রলীগের কাউকে লিফলেট বিতরণের খবর পাইনি। রোববার সন্ধ্যার আগ মুহুর্তে বিএনপির মিছিলের সামনে পড়ায় ছাত্রলীগ নেতা সজিব মণ্ডলকে মারধর করে পুলিশে সোপর্দ করে। কিল-ঘুষি মারায় সে আহত হওয়ায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরানো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরের দিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে বলে জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।