নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপুলিশের দল অভিযান চালিয়ে দুটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৬জনকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলের দিকে দৌলতদিয়া নৌপুলিশের দল স্পীডবোড নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে একটি চক্র পদ্মা নদীতে বয়ে যাওয়া বালুবাহী বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল।
গ্রেপ্তারকৃতরা হলো মো. নুরুল ইসলাম (৫০), মো. মোকছেদ আলী (২৮), মো. আনোয়ার হোসেন ওরফে সাদ্দাম (২৭), মো. জামরুল ইসলাম (১৮), মো. আব্দুল কাদের (৩৬) ও মো. আব্দুর রহমান (৪০)। এরা প্রত্যেকে সিরাজগঞ্জের চৌহালী থানার ওমরাপুর ও আটিয়া সলংগ্ন এলাকার বাসিন্দা।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. এনামুল হক রোকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরের দিকে রাজবাড়ী জেলার সীমান্তবর্তী মানিকগঞ্জের আলোকদিয়া চর এলাকায় পদ্মা নদী দিয়ে যাওয়া বালুবাহী বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছেন বলে খবর পান। খবরের ভিত্তিতে তিনি (ওসি) সহ নৌফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান অপূর্ব ও সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান।
ওসি এনামুল হক আরো বলেন, তারা স্পীডবোট নিয়ে দ্রুত ওই স্থানে পৌছে বাল্কহেড থেকে টাকা তোলার সময়। পুলিশ দেখে চাঁদা আদায়কারীরা পার্শ্ববর্তী চরের দিকে পালাতে থাকে। এসময় তাদের ধাওয়া করে হাতেনাতে দুটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ট্রলারে থাকা ৬জনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।