ইমরান মনিম, রাজবাড়ীঃ ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানোর উগ্রবাদী আক্রমনের তীব্র নিন্দা ও হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী শহরের রেলওয়ে ষ্টেশনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেল গেট থেকে প্রেসক্লাব হয়ে পুনরায় রেলগেট এলাকার শহীদ স্মৃতি স্তম্ভে আলোচনা সভায় এসে মিলিত হয়।
এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, সংগঠনের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক অশোক সরকার, সংগঠনের অন্যতম নেতা অমিত প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ভারতীয়রা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুর, বাংলাদেশের সার্বেভৌমত্বের প্রতিক জাতীয় পতাকাকে অবমাননা, মুসলমানদের উপর নির্যাতনসহ সব ধরনের উগ্রবাদী আক্রমনের তীব্র নিন্দা জানান নেতারা। এসব অন্যায়, অত্যাচার বন্ধ করা না হলে আগামী দিনে তীব্র আন্দোলনের হুশিয়ারী দেন সংগঠনের নেতাকর্মীরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।