নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা প্রশাসক হিসাবে যোগ দেওয়ার দুই দিনের মাথায় আজ কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর আব্দুল গনির পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নিলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আজ মঙ্গলবার তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকায় আব্দুল গণির নিজ বাড়িতে গিয়ে শহীদের বিধবা স্ত্রী লাকী আক্তার, শিশু সন্তান জান্নাত আক্তারের জন্য নতুন পোশাক উপহার হিসেবে সাথে নেন। এছাড়া পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে সাথে আরো নিয়ে যান বিভিন্ন ধরনের সুস্বাদু ফল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিসিকে নিজ বাড়িতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ আব্দুল গণির স্ত্রী লাকি ও মেয়ে জান্নাত। তাঁদেরকে দ্রুত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদান হিসেবে ৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস প্রদান করেন নবাগত জেলা প্রশাসক।
এ সময় তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ এবং সহকারী কমিশনার অংকন পাল। উল্লেখ্য ৩ নভেম্বর রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এর আগে ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ এর এক প্রজ্ঞাপনে নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী জেলার ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। ১৯ জুলাই ঢাকার গুলশান-২ নম্বর শাহজাদপুর বাঁশতলা হয়ে আব্দুল গণি শেখ তাঁর কর্মস্থল সিক্সসিজন নামক আবাসিক হোটেলে যাচ্ছিলেন। এ সময় কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পড়েন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পড়ে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। শহীদ আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।