নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্ত্বরে ১২২ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসের সহকারী ফিল্ড এ্যাসিসটেন্ট কৃষ্ণ লাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরনসহ যে কোন ধরণের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।