নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে"- প্রতিপাদ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রূমে এ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে (৯ থেকে ১৫ মে) সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে বিভিন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার উম্মে তানিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ নূর-ই-সজল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেনৃধাসহ বিভিন্ন এনজিও কর্মী, হাসপাতাল স্টাফবৃন্দ।
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন ঘোষণায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রত্যেক মানুষের উচিৎ পুষ্টিযুক্ত খাবার খাওয়া। প্রতিদিন খাবারের তালিকায় পুষ্টিযুক্ত খাবার থাকলে সবসময় সুস্থ্য থাকা সম্ভব। সুস্থ্য থাকতে হলে পুষ্টিযুক্ত খাবারের প্রতি সচেতনতা বাড়াতে হাসপাতালে আগত রোগীদের পরামর্শ দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান তিনি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।