নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম মাষ্টার (৭৫) নামের এক অসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে অসুস্থ্য অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বালিয়াডাঙ্গা গ্রামের প্রয়াত ওয়াজেত আলী খান এর ছেলে। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কয়েক বছর আগে তার স্ত্রীও মারা গেছেন।
মৃত নুর ইসলাম মাষ্টারের ভাতিজা আসাদুজ্জামান রুমি জানান, পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম মাষ্টার ফরিদপুরের চর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নেয়ার পর নিজ গ্রামের বাড়ি গোয়ালন্দে ফিরে আসেন। তিনি বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিক সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে গরমে তিনি হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আমরা দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসা শুরুর পর পরই বেলা ১১টার দিকে নুর ইসলাম মাষ্টার মৃত্যুবরণ করেন। আজ রাতেই গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফনের প্রস্তুতি চলছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক প্রথম আলোকে বলেন, তিনি ডায়াবেটিক কিটোএসিডোসিস রোগে আক্রান্ত ছিলেন। পাশাপাশি প্রচ- তাপদাহের কারনে আজ সকালে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।