নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা কাজী শহিদুল বাতেন (৭০) মঙ্গলবার দিবাগত রাত ১১টায় ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকার খিলগাঁও সাত-ইল জামে মসজিদে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর দুইটায় গ্রামের বাড়ি গোয়ালন্দের কাঁচরন্দ আকিরুননেছা ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরে কফিনে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানান গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাশরুল আলম সহ চৌকশ পুলিশ সদস্যরা সম্মাননা জানান। তাঁর জানাজায় গোয়ালন্দ মুক্তিযোদ্ধা কমান্ড কান্সিলের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্যা সহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কাঁচরন্দ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর স্ত্রী তাহমিনা আক্তার জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ফলাফল পত্রিকার নির্বাহী সম্পাদক। তাঁদের এক কন্যা সন্তানসহ বহু শুভাকাঙ্খি রেখে গেছেন। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার জানান, তিনি বেশ কিছুদিন ধরে লিভার সমস্যায় ভূগছিলেন। মঙ্গলবার সকালে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।