নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় এক বৃদ্ধাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্বর্ণালংকার চুরির দায়ে এ হত্যাকান্ড ঘটার সম্ভাবনা বলে জানায় পুলিশ। এ ঘটনায় বিশ্বজিৎ কুমার নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আশালতা দাস পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী। এ ঘটনায় আটককৃত বিশ্বজিৎ কুমার একই ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের রনজিত কুমারের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, মৃত আশালতা দাসের কোন ছেলে সন্তান নেই। দুই মেয়ে তাদের অনেক আগেই বিয়ে হয়েছে। নিজ বাড়িতে তিনি একাই থাকতেন। তার জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিল। সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিশ্বজিৎ কুমার নামেক একজনকে আটক করা হয়েছে। স্বর্ণ চুরির জন্যই হয়তো এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।