প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী. রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইমরান হোসাইন নামক এক যুবকের বিরুদ্ধে প্রতারণা, যৌনকর্মীদের হয়রানীর প্রতিবাদে যৌনপল্লির কয়েকশ যৌনকর্মী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে যৌনপল্লি সংলগ্ন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন। এ সময় যৌনকর্মীরা ইমরান হোসাইনের বিরুদ্ধে নানা ধরনের প্রতারনা, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে বিক্ষোভ করে বিচার দাবী করেন।
মানববন্ধন কর্মসূচি পালনকালে খুশি আক্তার নামের যৌনকর্মী বলেন, আমার মা শেফালী বেগম পল্লির বাড়িওয়ালী। যশোর অভয়নগর এলাকার ইমরান হোসাইন নামক যুবক নিয়মিত যৌনপল্লিতে আসতেন। নিজেকে জাহাজ ব্যবসায়ী পরিচয় দিয়ে আমাদের বাড়ির ভাড়াটিয়া বৈশাখীর কাছে খরিদ্দার হিসেবে নিয়মিত আসতো। সঙ্গে মোহাম্মদ আলী, শফিকুল ইসলামসহ কয়েকজনকে সাথে আনতেন। বৈশাখীর ঘরে মদের আসর বসিয়ে উম্মাদ হয়ে নাচ-গান করতো। বৈশাখীকে নানাভাবে নির্যাতন করে এক পর্যায়ে তাকে বিয়ে করেন। এরপর থেকে বিভিন্নভাবে বাড়ি দখলের পায়তারা করতে থাকে। জোরপূর্বক বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসার চেষ্টা চালান। বাধা দিলে আমাদের মারধর করে।
বাড়িওয়ালী শেফালী আক্তার বলেন, ইমরান মাঝেমধ্যে যৌনপল্লিতে কয়েকজন সাথে করে আসতো। ইচ্ছে মতো মাতলামী করতো। আমাদেরকে নানাভাবে সে নির্যাতন করতো। কথা না শুনলে অস্ত্র দেখিয়ে খুন করার ভয়ভীতী দেখায়। পরে জানতে পারি ইমরান হোসাইন জাহাজ ব্যবসায়ী নন।
তিনি বলেন, আমরা ইমরান এর অত্যাচারে অতিষ্ঠ। একের পর এক যৌনকর্মীদের নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমরা তার বিচার চাই। আমরাও তার বিরুদ্ধে মামলা করেছি বলে সে হুমকি দেয়। ওসিকে এখান থেকে বদলি করে দিয়ে হলেও তোদেরকে শায়েস্তা করা হবে। এখন আপনারা আমাদের বাচান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ইমারনের বাড়ি যশোর বললেও ভুল ঠিকানা। যতদূর জেনেছি তার বাড়ি ফরিদপুর আলফাডাঙ্গা। তিনি একেক সময় একেক ঠিকানা ব্যবহার করেন। ২৪ মে রাতে শেফালী বেগমের বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পেয়ে ইমরানের সহযোগী মোহাম্মদ আলীকে পুলিশ আটক করে। পরদিন থেকে ইমরান মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশকে নানাভাবে হয়রানী করছে। ইমরানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি প্রতারণা মামলা এবং তিনটি সাধারন ডায়রী (জিডি) হয়েছে।
তিনি বলেন, ২০১৪ সালে পিরোজপুরের এম আর শিপিং কোং নামক প্রতিষ্ঠানের কার্গো ভাড়া নেয়ার কথা বলে বিক্রির অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা হয়। ২০২২ সালে ঢাকার দোহারের জনৈক আশিকুর রহমান কার্গো ভাড়া করে বিক্রির অভিযোগে মামলা করেন। আব্দুর রহমান নামক আরেক ব্যক্তি জাহাজ ভাড়া নিয়ে বিক্রির অভিযোগে আদালতে মামলা করেন। পিরোজপুরের রুবেল নামের আরেকজন ২০২২ সালের ২৯ মার্চ জাহাজ ভাড়া নিয়ে বিক্রির অভিযোগে মামলা করেন। একই ব্যক্তি ভূয়া চেক দিয়ে প্রতারণার অভিযোগে আরেকটি মামলা করেন ইমরানের বিরুদ্ধে।
জাল দলিল তৈরী করে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে ২০২৩ সালের ১৮ জুন দৌলতদিয়া যৌনপল্লির শেফালী বেগম রাজবাড়ীর আদালতে মামলা করেন। প্রাণনামের হুমকির অভিযোগ এনে যৌনকর্মী সেলিনা গোয়ালন্দ ঘাট থানায় ২৫ আগষ্ট সাধারণ ডায়রী করেন। প্রাণনাশের ভয়ভীতী দেখানোর অভিযোগে শেফালী আক্তার নামের আরেক যৌনকর্মী ৬ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় জিডি করেন। বিপরিতে ইমরান হোসেনও গোয়ালন্দঘাট থানাসহ যশোর ও ফরিদপুরে চারটি হয়রানীমূলক মামলা দায়ের করেছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।