মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠ চত্বরে শেখ কামাল আন্তঃক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা আক্তার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।