নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কুয়াশায় আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে ১০ ঘন্টা ফেরি বন্ধ ছিল। মাঝ পদ্মায় আটকা পড়ে চারটি ফেরি। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও ১২ ঘন্টার মতো ফেরি বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে। দুই নৌপথে ছোট-বড় মিলে ছয়টি ফেরি আটকা পড়ে।
কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ এই দুই নৌপথে ১৮ তম দিনের মতো ফেরি বন্ধ থাকায় যানবাহন যাত্রীর পাশাপাশি পণ্যবাহী গাড়ি চালক ও সহকারী কনকনে শীত ও কুয়াশায় দুর্ভোগের শিকার হন। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটগুলোতে আটকা পড়ে বেশকিছু যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, ১৮ দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেরি বন্ধ থাকছে। মাঝ নদীতেও ফেরি আটকা পড়ছে। শীত আর কুয়াশায় আটকে পড়া যানবাহন যাত্রীর পাশাপাশি চালকরা দুর্ভোগ পোহাচ্ছেন।
শনিবার দিবাগত সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সঙ্গে ভারী কুয়াশা পড়লে আরিচা-কাজিরহাট নৌপথ রাত সোয় ৯টার পর ফেরি বন্ধ করে দেয়। এর আগে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি শাহ আলী ও কেটাইপ ফেরি বেগম সুফিয়া কামাল মাঝ নদীতে দিক হারিয়ে নোঙর করে। প্রায় ১২ ঘন্টা পর রোববার সকাল সোয়া ৯টার পর কুয়াশা কম দেখে ফেরি ছাড়ে। নদীতে ফেরি আটকে পড়ার সংবাদে উভয় ঘাটে ফেরি নোঙর করে থাকে। শীত আর কুয়াশায় আটকে পড়া সকলে দুর্ভোগের শিকার হন।
এদিকে কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে শনিবারও সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। সময়ের সঙ্গে অতিমাত্রায় কুয়াশা পড়লে রাত ১০টার পর থেকে ফেরি বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মখদুম, শাহ পরান ও ইউলিটি ফেরি হাসনা হেনা মাঝ পদ্মায় আটকা পড়ে। ফেরিতে প্রায় ৭০টির মতো যানবাহন এবং ৩০০’শর মতো যাত্রী তীব্র শীত আর কুয়াশায় চরম দুর্ভোগের শিকার হন। প্রায় সাড়ে ১০ ঘন্টা পর সকাল সোয়া ৯টা থেকে কুয়াশা কম দেখে ফেরি চালু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ১৮ দিন ধরে প্রায় প্রতি রাতে কুয়াশা ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুই নৌপথে মাঝে মধ্যে পদ্মা ও যমুনা নদীতে ফেরি আটকে পড়ার ঘটনা ঘটছে। অতিরিক্ত কুয়াশার কারনে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই ফেরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।