মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে আইএফআইসি ব্যাংক এর পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। মাদরাসায় কম্বল বিতরণের পর বিকালে গোয়ালন্দ শহরের দুস্থদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মো. ইমরান খানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শীতার্তদের শীতের কষ্ট লাগবের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে মো. ইমরান খান বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও আইএফআইসি ব্যাংক মাদরাসার শিক্ষার্থী, শীতার্ত দুস্থ, অসহায়, সুবিধা-বঞ্চিত ও ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রচন্ড শীতে অসহায়দের দুর্ভোগ লাগবে ব্যাংকের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।