মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল থেকে গভীররাত পর্যন্ত পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে পূজা মন্ডপে কর্মকর্তাদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অধিবাসের মধ্য দিয়ে গত সোমবার শুরু হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে গত বছর দর্শনার্থীদের উপস্থিতি ছিল না।এ বছর হিন্দু, মুসলিম মিলে উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালন করছেন।
মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, এমপি কন্যা ও জেলা যুব মহিলালীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল, পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন সহ প্রমূখ নেতৃবৃন্দ। উল্লেখ্য, এ বছর গোয়ালন্দ উপজেলায় ২১টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।