রাজবাড়ী জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি ।।
রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয়।
রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এমপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অাওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল ফারুক খান এমপি।বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহি সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, মোহাম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলীসহ প্রমূখ।
বর্ধিত সভার পূর্বে সকাল থেকে সারা জেলা থেকে কর্মী-সমর্থক ট্রাক, মোটর সাইকেলসহ বিভিন্ন বাহনে মিছিল নিয়ে বর্ধিত সভাস্থলে অাসে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।