ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নচূড়া’র আয়োজনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমে’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিক আসিফ মাহমুদ এর শহরের বাসায় এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনূষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বপ্ন চূড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাংবাদিক আসিফ মাহমুদের সঞ্চালনায়বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক সৌমিত্র শীল চন্দন। অনুষ্ঠানে আগত অতিথিরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্বরনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং তাঁর লেখা বাউল গান পরিবেশন করেন শিল্পিরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।