ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের কালুখালি উপজেলার বোয়ালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার হারাজিত কোপাপাড়া গ্রামের বাসিন্দা ফুলচাঁদ রায়ের ছেলে বিমল রায় (৩২) ও একই উপজেলার তারিন চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী (৩০)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুই মোটরসাইকেলে রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় কালুখালি উপজেলার বোয়ালিয়া মোড়ে নির্মাণাধীন সেতুর পিলারে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগে। এসময় মোটর সাইকেলে থাকা দু’জন পরে যান। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে দুজনেই মারা যান।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মোটর সাইকেলে দুইজন কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। বোয়ালিয়া মোড়ের কাছে নির্মাধীন সেতুর পিলারে নিয়ন্ত্রন হাড়িয়ে মোটর সাইকেলে ধাক্কা লাগে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথেই মারা যান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।