ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী। সেই সাথে তৎপর রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
সরেজমিন দেখা যায়, লকডাউনের প্রথমদিন থেকেই শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউনের শুরু থেকেই শহরের রাস্তা ঘাট ফাঁকা। গণপরিবহন বন্ধ থাকায় শুধুমাত্র চলাচল করছে রিক্সা। সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার, ফার্মসী, খাবারের হোটেল ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর টহল। রাস্তায় কোন মানুষকে দেখলেই তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে যারা প্রয়োজনে বাইরে বেড় হয়েছে তাদের কাজ শেষে দ্রুত ঘরে ফিরে যেতে বলছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, লকডাউন বাস্তবায়নে রাজবাড়ী জেলা পুলিশ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। শহর ও আশেপাশে টহল পুলিশ দায়িত্বে রয়েছে। সরকারি নির্দেশনার আলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।