ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আবারও করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ঘন্টায় এই জেলায় ১০৭ টি নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ৭৪ জনের শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেছে।
এদিকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বাজার ঘাট গুলোতে রয়েছে মানুষের ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি, অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। করেনা সংক্রমণ রোধে নেই প্রশাসনের তৎপরতা।
জেলা সিভিল সার্জনের কর্যালয় সূত্রে জানা যায়, এই জেলায় করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৪ হাজার ২৩৬ জন সুস্থ্য হয়েছে। করোনার আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ জন। কোভিড ওয়ার্ডে ভর্তি আছে ৩০ জন।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ীতে আবারও করেনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ রোধে আমারা সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পড়া, সাবান বা হ্যান্ডসেনেটাইজার দিয়ে হাত ধোয়াসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।