নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিকেল ৬টায় গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন প্রমূখ।
অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, অযথা হয়রানি থেকে মুক্ত থাকুন, সময় এবং শ্রম দুটোই কমান। এই শ্লোগান নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, সারাদেশে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং এন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে যা আগামী ৩০ জুন তারিখে শেষ হবে।
ভূমি মালিকগণকে নির্ধারিত সময়ের মধ্যে তার নিজ নিজ হোল্ডিং এন্ট্রির জন্য নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে নিজ মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা প্রদান করতে হবে। এক্ষেত্রে সরকার নির্ধারিত ফির একটি টাকাও বেশি দিতে হবে না। যদি কেউ দেয় বা গ্রহণ করে তাহলে উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।